Modern Graphic Design Mega Course With Adobe Illustrator And AI

Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

বর্তমান বিশ্বে টপ স্কিল গুলোর মধ্যে গ্রাফিক ডিজাইন অন্যতম। দিন দিন গ্রাফিক ডিজাইনারের চাহিদা বেড়েই চলেছে। তাই গ্রীন স্কুল বিডি থেকে আমরা নিয়ে এসেছি “Modern Graphic Design Mega Course With Adobe Illustrator And AI” যেখানে একদম Beginner Level থেকে শুরু করে Professional Level পর্যন্ত সবকিছুই Include করা হয়েছে। এই কোর্সটি থেকে একদিকে আপনারা যেমন Modern ও Trend  এর সাথে তাল মিলিয়ে সুন্দর একটি Design guideline পাবেন অন্যদিকে শুধুমাত্র ডিজাইন শেখাটাকে সীমাবদ্ধ না করে কিভাবে মার্কেটপ্লেস ও মার্কেটপ্লেস এর বাইরে থেকে কাজ পাবেন, Professional level এর Portfolio  তৈরি করবেন এবং একদম নতুন হয়েও Ai কে কাজে লাগিয়ে কিভাবে আপনার ডিজাইনকে Advance Level এ নিয়ে যাবেন এবং কিভাবে Ai কে আয়ত্ত করে, একদম শুরুর দিক থেকেই Micro-stock Site থেকে Passive Income করবেন এই সবকিছুই এই কোর্সে সুন্দরভাবে দেখানো হয়েছে

আমরা কোর্সটিতে একদম বেসিক তথা সফটওয়্যার ইনস্টল থেকে শুরু করে কাজকে বুস্ট করার জন্য Workspace সাজানো, সমস্ত Basic Tools Introduced (যেমন Selection, direct selection tool এর কাজ, rotate, reflect বা transform tool এর মত Tool গুলোকে সহজ এবং practical ভাবে উপস্থাপন করা, blend বা Width Tool ব্যবহার করে দারুন সব ডিজাইন ক্রিয়েট করার টেকনিক,  Brush এর ব্যবহার করে বিভিন্ন ডিজাইন, বা পেন্টুল ,পেন্সিলটুল দিয়ে বিভিন্ন কাস্টমাইজ ডিজাইন করা। কোর্সটিতে দেখানো হয়েছে Typography, Font Selection, Font Emotion, দারুন দারুন Font কাস্টমাইজেশন, Color theory, Color Emotion বোঝার মত ব্যাসিক নলেজ থেকে Graphic design এর বিভিন্ন ক্যাটাগরি যেমন Logo Design, Flyer, poster, Brochure, social media post বা banner Design সবকিছুই খুব সুন্দর ভাবেই দেখানো হয়েছে।  তাই, গ্রাফিক ডিজাইন জগতে চাকরি বা ফ্রিল্যান্সিং করতে এখন ভর্তি হোন আমাদের এই কোর্সে (১ম ব্যাচ)

 

কোর্সটি করে যা যা শিখবেন:

  • এডোবি ইলাস্ট্রেটর ইনস্টল থেকে শুরু করে ওয়ার্ক স্পেস সাজানো সকল টুলস প্রাক্টিক্যাল ভাবে বিস্তারিত লেসন। সাথে গ্রাফিক ডিজাইনের বিভিন্ন ক্যাটাগরি যেমন লোগো, ফ্লাইয়ার, পোস্টার, ব্রুশিয়ার, ব্যানার সহ সবকিছুই আলাদা আলাদা মডিউল আকারে বিস্তারিত লেসন।
  • একজন ফুলব্রান্ড ডিজাইনার হওয়ার জন্য ব্রান্ড গাইডলাইন এবং ব্রান্ড আইডেন্টিটি সংক্রান্ত বিস্তারিত।
  • আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ব্র্যান্ডিং বা প্রিন্টিং ডিজাইনকে কিভাবে আরো আকর্ষণীয় করা যায় ও নতুন আইডিয়া বের করা যায় তার বিস্তারিত লেসন।
  • আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে কিভাবে ভালো prompt তৈরি করে ভালো ভালো ইমেজ জেনেরেট করে সেগুলোকে রেডি করে মাইক্রোস্ট্রক সাইট থেকে প্যাসিভ ইনকাম করা যায় তার সম্পূর্ণ গাইডলাইন।
  • ⁠ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের বিস্তারিত গাইডলাইন। কিভাবে সঠিক নিয়মে একাউন্ট খুলতে হয়। কিভাবে কনটেস্ট করলে উইন হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। লো কিওয়ার্ড বের করে গিগ দেওয়া এবং প্রপোজাল লেখার সবকিছু বিস্তারিত।

 

যে তিনটা কারণে আমাদের কোর্সটিই আপনার জন্য বেস্ট

  • ইলাস্ট্রেটর এবং Ai য়ের কম্বিনেশন এ মডার্ন গ্রাফিক ডিজাইন
  • মার্কেটপ্লেস এর বিস্তারিত গাইডলাইন সহ মার্কেটপ্লেস এর বাইরে থেকেও Client পাওয়ার Tips and Tricks
  • এই কোর্সটি একটি কম্বাইন কোর্স, যেখানে আপনি  রেকর্ডের ভিডিও পাবেন, এবং সাথে রেগুলার লাইভ ক্লাস, ফলোআপ এবং রিভিশন ক্লাস হতে থাকবে। যা আপনাকে একদম Zero থেকে একজন Pro  ডিজাইনার হতে শুরু থেকে শেষ পর্যন্ত গাইড করবে

 

কোর্সটি করে যে সকল পজিশনে কাজ করতে পারবেন

  • গ্রাফিক ডিজাইনার
  • ক্রিয়েটিভ এক্সিকিউটিভ
  • ক্রিয়েটিভ ডিরেক্টর
  • লোগো ডিজাইনার
  • ব্রান্ড প্রমটার

 

“Modern Graphic Design Mega Course With Adobe Illustrator And AI” কোর্সের ডিফিকাল্টি লেভেল

  • বেসিক টু প্রফেশনাল লেভেল অর্থাৎ শূন্য থেকে শুরু করে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হওয়ার গাইডলাইন

 

“Modern Graphic Design Mega Course With Adobe Illustrator And AI” কোর্সটির বিশেষত্ব কী কী?

  • ⁠ট্রেন্ড এর সাথে তাল মিলিয়ে মডার্ন গ্রাফিক ডিজাইন।
  • ⁠এডোবি ইলাস্ট্রেটর এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমন্বয়।
  • ⁠কম্বাইন কোর্স, যেখানে প্রি রেকর্ডেড ক্লাস এবং রেগুলার লাইভ, ফলোআপ ও রিভিশন ক্লাস।
  • ⁠⁠কোর্স শেষে সার্টিফিকেট প্রদান এবং শর্তসাপেক্ষে ইন্টার্ন করার সুযোগ।
  • প্যাসিভ মার্কেট ও অ্যাক্টিভ মার্কেট দুইটারই পূর্ণাঙ্গ গাইডলাইন।
  • ⁠পোর্টফোলিও বানানোর বিস্তারিত ও মার্কেটপ্লেসের বাইরে থেকে ক্লাইন্ট জেনারেট করার গাইডলাইন।
  • ⁠প্রায় ৫০ হাজার টাকার অধিক মূল্যের ফ্রি রিসোর্স প্রদান।

 

ফেসবুক সাপোর্ট গ্রুপ

যারা এই কোর্সে ভর্তি হচ্ছেন, তাদের জন্য থাকবে একটি সিক্রেট ফেসবুক সাপোর্ট গ্রুপ। এই গ্রুপে যে সব এক্টিভিটি চলবে তা হলো-

  • শিক্ষার্থীদের সাধারণ প্রশ্ন-উত্তর
  • শিক্ষার্থীদের রেগুলার ডিজাইন সাবমিশন
  • কোর্সের অন্যান্য শিক্ষার্থীদের ডিজাইন দেখা, কমেন্ট করা ও নেটওয়ার্কিং

 

কেন “Modern Graphic Design Mega Course With Adobe Illustrator And AI” কোর্সটি করবেন?

  • বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর এই যুগে গ্রাফিক্স ডিজাইন ব্যাতিত পুরো মার্কেটিং ডিপার্টমেন্টই অচল। এর কারন, ডিজিটাল মার্কেটিং এর জন্য যা যা দরকার একটা কোম্পানির, তার বেশির ভাগই বানায় গ্রাফিক ডিজাইনাররা। লোগো, ব্যানার, পোষ্টার, বিলবোর্ড, সোশ্যাল মিডিয়া কভার ফটো ইত্যাদির সবকিছুই গ্রাফিক ডিজাইন এর কাজের ভেতরে পড়ে। এসব কারনেই গ্রাফিক্স ডিজাইন-এর গুরুত্ব দিনকে দিন বেড়েই চলেছে। তাই আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে গ্রাফিক্স ডিজাইন শিখবেন, তাহলে অবশ্যই এটি আপনার জীবনে নেওয়া অন্যতম একটা ফলপ্রসূ সিদ্ধান্ত হতে পারে।তাছাড়া ২০২২ সালে গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রির গ্লোবাল জব মার্কেট সাইজ ছিল ৪৮০০ কোটি মার্কিন ডলার। প্রতি বছর যে হারে এই মার্কেট সাইজ বড় হচ্ছে, তাতে গ্রাফিক ডিজাইন শিখলে বদলে যেতে পারে আপনার জীবন ।

 

ক্যারিয়ার হিসেবে গ্রাফিক্স ডিজাইন কেন এতো জনপ্রিয়?

  • সৃজনশীল পেশা
  • উচ্চতর চাহিদা
  • বাড়িতে বসে কাজের সুযোগ
  • কাজের স্বাধীনতা
  • চাকরির সুযোগ
  • প্রতিভা দেখানোর সুযোগ
  • উচ্চ শিক্ষার প্রয়োজন নাই
  • ভবিষ্যৎ সম্ভাবনা
  • ফ্রিলান্সিং ও আউটসোর্সিং

 

সচরাচর জিজ্ঞাসা

 

১.বিগত কোর্সগুলো ফ্রী থাকলেও এই কোর্সে টাকা নিচ্ছি কেন?

উঃ ২টি কারণে আমরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি-

ক) ফিল্টারিং করা। ইতিপূর্বে ফ্রি কোর্সগুলোতে অধিক পরিমানে শিক্ষার্থী ভর্তি হলেও তাদের মধ্যে অনেকেই ছিল যারা প্রকৃতপক্ষে কিছু শিখতে নয়, বরং ফ্রী কোর্স হিসেবেই জয়েন করেছিল এবং বিভিন্ন অনিয়ম করেছিল। যাদের কারণে প্রকৃতপক্ষে যারা শিখতে আগ্রহী তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা প্রকৃতপক্ষেই কিছু করতে চাই বা শিখতে চাই তাদেরকে যেন একটা সুন্দর পরিবেশ এবং একটি মানসম্মত কোর্স আমরা উপহার দিতে পারি।

খ) একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে কিছু Amount এর প্রয়োজন হয়, কেননা আপনাদেরকে সার্বক্ষণিক সাপোর্ট দেওয়ার জন্য আমাদের একটা বড় Team সবসময় কাজ করে যাচ্ছে। আর এখন আমারা অনেক বড় এবং প্রিমিয়াম একটি কোর্স নিয়ে এসেছি এবং নামমাত্র স্বল্প মূল্যে আপনাদেরকে দিচ্ছি,যাতে করে কোর্সটি শেষপর্যন্ত পরিচালনার খরচটি পুরণ করতে পারি।

 

৩. কোর্সটি কতোদিনের শেষ হবে এবং কতগুলো লাইভ ক্লাস হবে?

উঃ কোর্সটি শুরু থেকে শেষ হতে ৩ মাস সময় লাগবে। ১৪ টি লাইভ ক্লাস এবং ১৯ টা এসাইনমেন্ট দেওয়া হবে। যেখানে প্রি রেকর্ডের ২২০+ ভিডিও ২১ টি মডিউল আকারে Provide করা হবে।

 

২. কোর্স করতে প্রয়োজনীয় রিসোর্স দেওয়া হবে কিনা?

উঃ অবশ্যই দেওয়া হবে। প্রায় প্রতিটি মডিউল এর সাথে প্রয়োজনীয় সকল রিসোর্সসহ এডভান্স লেভেলের প্রিমিয়াম অনেক রিসোর্স দেয়া হবে।

 

৪. এই কোর্সটি কারা কারা করতে পারবে?

উঃ স্কুল-কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি পড়ুয়া যেকোনো স্টুডেন্ট, যারা চাকরী প্রত্যাশি, গৃহিণী, চাকরি বা ব্যবসার পাশাপাশি যারা গ্রাফিক ডিজাইন শিখে অতিরিক্ত টাকা ইনকাম করতে চান, ফ্রিল্যান্সিং এ আগ্রহী যেকোনো বয়সের ব্যক্তি, প্রবাসী

 

৫. আমাদের কোর্সটি লাইভ নাকি রেকর্ডেড ক্লাস হবে?

উঃ আমাদের কোর্সটি একটি কম্বাইন্ড কোর্স। যেখানে যেগুলার লাইভ ক্লাস, ফলোআপ ও রিভিউ ক্লাস থাকবে।

এবং প্রতিটি লাইভ ক্লাসের পূর্বে ওই বিষয়ের উপর সুন্দর এবং গোছানো প্রি-রেকর্ডেড ভিডিও মডিউল আকারে Provide করা হবে।

অর্থাৎ বলতে পারেন, এই একটি কোর্সেই লাইভ কোর্স এবং রেকর্ডেড কোর্স দুইটাই একসাথে পাবেন।

 

৬. ক্লাস কবে থেকে শুরু হবে?

উঃ ফেব্রুয়ারির ১ তারিখ থেকে।

 

কোর্স সার্টিফিকেট

কোর্সটি সফল ভাবে শেষ করলে আপনার জন্য আছে সার্টিফিকেট যা আপনি-

  • লিংকডইন প্রোফাইলে সরাসরি শেয়ার করতে পারবেন।
  • আপনার সিভিতে যুক্ত করতে পারবেন।
  • ফেসবুকে শেয়ার করতে পারবেন।

 

যে সকল মাধ্যমে পেমেন্ট করতে পারবেন-

  • বিকাশ
  • নগদ
  • রকেট

 

 

 

Show More

What Will You Learn?

  • এডোবি ইলাস্ট্রেটর ইনস্টল থেকে শুরু করে ওয়ার্ক স্পেস সাজানো সকল টুলস প্রাক্টিক্যাল ভাবে বিস্তারিত লেসন। সাথে গ্রাফিক ডিজাইনের বিভিন্ন ক্যাটাগরি যেমন লোগো, ফ্লাইয়ার, পোস্টার, ব্রুশিয়ার, ব্যানার সহ সবকিছুই আলাদা আলাদা মডিউল আকারে বিস্তারিত লেসন।
  • একজন ফুলব্রান্ড ডিজাইনার হওয়ার জন্য ব্রান্ড গাইডলাইন এবং ব্রান্ড আইডেন্টিটি সংক্রান্ত বিস্তারিত।
  • ⁠আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ব্র্যান্ডিং বা প্রিন্টিং ডিজাইনকে কিভাবে আরো আকর্ষণীয় করা যায় ও নতুন আইডিয়া বের করা যায় তার বিস্তারিত লেসন।
  • আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে কিভাবে ভালো prompt তৈরি করে ভালো ভালো ইমেজ জেনেরেট করে সেগুলোকে রেডি করে মাইক্রোস্ট্রক সাইট থেকে প্যাসিভ ইনকাম করা যায় তার সম্পূর্ণ গাইডলাইন।
  • ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের বিস্তারিত গাইডলাইন। কিভাবে সঠিক নিয়মে একাউন্ট খুলতে হয়। কিভাবে কনটেস্ট করলে উইন হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। লো কিওয়ার্ড বের করে গিগ দেওয়া এবং প্রপোজাল লেখার সবকিছু বিস্তারিত।
  • প্রফেশনাল মানের পোর্টফিলিও বানানোর জন্য আলাদা মডিউল সহ প্রয়োজনীয় রিসোর্স প্রদান এবং প্র্যাকটিকাল ভাবে সম্পূর্ণ গাইডলাইন।
  • মকআপ ও সাধারণ ফটো এডিট এবং প্রয়োজনীয় কাজের জন্য ফটোশপ সম্পর্কিতও বিস্তারিত ও প্রাক্টিক্যাল লেসন।

Course Content

Admission Module

🔴 Live Class 01: Orientation

Module 01: Mindset

Module 02: Installation And setup

Module 03: Tools introduce – Part-1

🔴 Live Class 02: Follow up And revision

Module 04: Typography

Module 05: Alignment

🔴 Live Class 03 : Follow up And revision

Module 06: Color Theory

Module 07: Tools Introduce – Part-2

🔴 Live Class 04: Follow up And revision

Module 08: Artificial Intelligence

Module 09: Sell Ai Image

🔴 Live Class 05: Follow up And revision

Module 10: Photoshop Needed

🔴 Live Class 06: Follow up And revision

Module 11: Logo Design Masterclass

🔴 Live Class 07: Follow Up And Revision

Module 12: Portfolio Making

🔴 Live Class 08: Follow Up And Revision

Module 13: Flyer Design

Module 14: Brochure Design

🔴 Live Class 09: Follow Up And Revision

Module 15: Social Media Post

Module 16: Banner Design

🔴 Live Class 10: Follow Up And Revision

Module 17: Marketplace 1 (Freelancer)

🔴 Live Class 11: Follow Up And Revision

Module 18: Marketplace 2 (Fiverr)

Module 19: Marketplace 3 (Upwork)

🔴 Live Class 12: Follow Up And Revision

Module 20: Client Hunting

🔴 Live Class 13: Follow Up And Revision

🔴 Live Class 14: Firewall

Earn a certificate

Add this certificate to your resume to demonstrate your skills & increase your chances of getting noticed.

selected template

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet

Want to receive push notifications for all major on-site activities?